২৩ ভাদ্র, ১৪৩১
০৭ সেপ্টেম্বর, ২০২৪

আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়া এখন আরও সহজ

Admin Published: January 25, 2024, 7:11 am
আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়া এখন আরও সহজ

সম্পদ কেনার মাধ্যমে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে সংযুক্ত আরব আমিরাত। আগে সম্পদের মূল্যের ১ মিলিয়ন দিরহাম অগ্রীম দিতে হতো।  তবে স্টেট খাতের বিনিয়োগকারীদের এখন আর এই নিয়ম মানতে হবে না।

বুধবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি সম্পদের মূল্য ২ মিলিয়ন দিরহামের বেশি হয় এবং মালিকরা কিস্তি অথবা মর্গেজের মাধ্যমে সেটি কিনলে তারাও ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসার আবেদন করতে পারবেন।  তারা সম্পদের মূল্যের কতটুকু পরিশোধ করেছেন; ভিসা প্রদানের ক্ষেত্রে সেটি আর বিবেচনা করা হবে না।

শুধুমাত্র ডেভেলপারের সঙ্গে চুক্তির কাগজ, ব্যাংকের মর্গেজের কাগজ, পাসপোর্টের কপি এবং ছবি দিয়েই ভিসার আবেদন করতে পারবেন।

যে ব্যক্তিরা আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন তারা চাইলে তাদের স্বামী/স্ত্রী, সন্তান, বাবা-মাকে স্পন্সর করতে পারবেন।  এরমাধ্যমে তার পরিবারের সদস্যরাও গোল্ডেন ভিসা পেতে পারেন।