ব্রেন টিউমারের মতো জটিল অপারেশন চলার সময় গিটার বাজিয়েছেন ক্রিস্টিয়ান
নোলেন নামের যুক্তরাষ্ট্রের এক যুবক। ফ্লোরিডা
রাজ্যের মিয়ামির সিলভিস্টার কম্প্রেহেনসিভ ক্যানসার সেন্টারে ক্রিস্টিয়ান তার ব্রেন
টিউমার অপারেশন হয়।
যে চিকিৎসকরা অপারেশন করেছেন, তারাই ক্রিস্টিয়ান নোলেনকে গিটার বাজানোর
জন্য বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
জেগে থাকা অবস্থায় তার টিউমারের অপারেশন করা হয়েছে যেন, অপারেশনের কারণে
তার হাতের সক্ষমতার কোনো ক্ষতি না হয়। ক্রিস্টিয়ান
নোলেনেরর ব্রেনের সামনের অংশ থেকে টিউমারটি অপারেশন করা হয়।
কেন ক্রিস্টানকে জাগ্রত অবস্থায় অপারেশন করা হয়েছে, এবং কেন অপারেশনের সময় তাকে গিটার বাজতে বলা হয়েছে? সে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন ডাক্তার রিকার্ডো কোমোতার।
তিনি বলেছেন, ‘যখন ব্রেনের স্পর্শকাতর স্থানে টিউমার হয়, যে স্থানের
মাধ্যমে কথা বলা, ভাষা বোঝা এবং নড়াচড়া নিয়ন্ত্রিত হয়, সেখানে অপারেশন হলে রোগীকে জাগিয়ে
রাখা হয়। এভাবে রোগীর ওপর সার্বক্ষণিক নজর
রাখা যায় এবং এতে বোঝা যায় অপারেশনের সময় ব্রেনের ক্ষতি হচ্ছে কি না।’
অপরদিকে ক্রিস্টিয়ান যেহেতু তার জীবনের বেশিরভাগ সময় গিটার বাজিয়েছেন। ফলে অপারেশনের সময় তাকে গিটার বাজাতে দেওয়া হয় যেন তারা বুঝতে পারেন তার ব্রেনের কোথায় আসল সমস্যাটি।