১৯ কার্তিক, ১৪৩২
০৩ নভেম্বর, ২০২৫

রাজশাহীর মুসলিম হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক অবরুদ্ধ

Admin Published: November 2, 2025, 6:39 pm
রাজশাহীর মুসলিম হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও নারী সহকর্মীর প্রতি অশালীন আচরণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার নগরীর হেতেমখাঁ এলাকায় বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে স্কুলে অবরুদ্ধ করে।

এর আগে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এ সময় তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে- অবিলম্বে প্রধান শিক্ষককে বহিষ্কার, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, আত্মসাৎকৃত অর্থ ফেরত, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার ও আইনানুগ শাস্তি নিশ্চিত করা।

স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন একই স্কুলের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষক একরামুল হক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অর্থ লেনদেনে অনিয়ম, কোচিং বাণিজ্যে প্রতারণা ও শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়সহ নানা দুর্নীতির সঙ্গে জড়িত।

নতুন নিয়োগপ্রাপ্ত এক সহকারী শিক্ষকের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়া এবং বিদ্যালয়ের সম্পদ ব্যবহার করে ব্যক্তিগত আয় করার অভিযোগও তোলা হয়। সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক সোহানা শারমিন অভিযোগ করেন, দুর্নীতির বিষয়ে প্রশ্ন তুললে প্রধান শিক্ষক তার প্রতি আপত্তিকর ও নোংরা মন্তব্য করেন, যা যৌন হয়রানির শামিল। এ নিয়ে এক বছর আগে অভিযোগ দাখিল করা হলেও এখনো কোনো তদন্ত হয়নি বলে তিনি জানান।

তবে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক একরামুল হক সব অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি চক্র ব্যক্তিগত স্বার্থ হাসিল ও বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।