২৪ আশ্বিন, ১৪৩২
০৯ অক্টোবর, ২০২৫

বানেশ্বরে উপজেলা জামায়াতের নির্বাচনী কমিটির কর্মশালা

Admin Published: August 15, 2025, 5:53 pm
বানেশ্বরে উপজেলা জামায়াতের নির্বাচনী কমিটির কর্মশালা

স্টাফ রিপোর্টার: শুক্রবার (১৫ আগষ্ট) পুঠিয়া উপজেলার বানেশ্বর জামায়াত অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন কমিটির উদ্যেগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজু ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী অঞ্চল পরিচালক, রাজশাহী অধ্যাপক রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল টিম সদস্য মোঃ রেজউর রহমান। কর্মশালায় দারস প্রদান করেন পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহীদুল ইসলাম। উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন, গ্রামে- গ্রামে, পাড়া- মহল্লায় প্রত্যেকটি ভোটারের কাছে আমাদের যেতে হবে। তাদের কাছে আমাদের ইসলামের আদর্শ ও আগামীতে রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্ব পেলে  কিভাবে মানুষের সেবার মাধ্যমে তাদের সমস্যা দূর করতে পারি এ ব্যাপারে তাদেরকে অবগত করতে হবে। আশা করা যায় এবার মানুষ আমাদেরকে ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্বভার প্রদান করবেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব আহমদ উল্লাহ, ষ পুঠিয়া উপজেলা আমীর আলহাজ্ব মাওলানা মনজুর রহমান, দুর্গাপুর উপজেলা আমীর জনাব সাইফুল ইসলাম, দুই উপজেলার নির্বাচনী কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।