
ডিএনএন ডেস্ক: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৪৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রমেশ দত্তকে। সিনিয়র যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি বৈষ্ণব ও সদস্য সচিব করা হয়েছে অধ্যক্ষ এস সাহা আনন্দকে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রেন্টের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৪৩১ সদস্যের আহবায়ক কমিটিকে অনুমোদন দেয়।
সকালে এই সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফাউন্ডের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহা সচিব এস এন তরুণ দে।
এদিকে রাজশাহী বাঘার কৃতি সন্তান ও কেন্দ্রীয় বিএনপি নেতা রমেশ দত্তকে আহবায়ক করায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় নেতৃবৃন্দ।