২৪ আশ্বিন, ১৪৩২
০৯ অক্টোবর, ২০২৫

চলে গেলেন রাজশাহীর শতবর্ষি সংবাদপত্র এজেন্ট হেকমতউল্লাহ

Admin Published: August 28, 2025, 2:13 pm
চলে গেলেন রাজশাহীর শতবর্ষি সংবাদপত্র  এজেন্ট হেকমতউল্লাহ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর শতবর্ষি ও প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহ আর নেই। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হেকমত উল্লাহ বার্ধক্যজনিত নানা অসুখেই ভুগছিলেন। তবে সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হেকমত উল্লাহর ছেলে মো. শহীদুল্লাহ সাঈদ জানান, দুপুরে হাসপাতাল থেকে তার বাবার মরদেহ নগরের মীরের চক এলাকার বাড়িতে নেওয়া হয়েছে। এশার নামাজের পর নগরের টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে।

হেকমত উল্লাহর প্রতিষ্ঠানের নাম রেলওয়ে বুক স্টল। ৫৭ বছর ধরে রাজশাহীতে সংবাদপত্র ব্যবসার সঙ্গে যুক্ত। বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে হেকমত উল্লাহ আর ব্যবসা দেখাশোনা করতে পারছিলেন না। তাঁর ছেলে শহীদুল্লাহ সাঈদ সবকিছু দেখাশোনা করেন।