
স্টাফ রিপোর্টার : ফ্রিজে জমানো মাছের ব্যাগে বহনকালে রাজশাহীর বাঘায় দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন (১৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চকছাতারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়ন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামে বাসিন্দা।
বাঘা থানা পুলিশ জানায়, সোমবার রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় বিভিন্ন গাড়ী তল্লাশীর জন্য পুলিশের চেকপোষ্ট বসানো হয়। এ সময় একটি ব্যাগসহ ভ্যানযোগে ওই রাস্তা দিয়ে চারঘাটের দিকে যাচ্ছিল নয়ন হোসেন। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে। এ সময় ফ্রিজে জমানো মাছের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানা অবস্থায় দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়।
এসময় ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে বাঘা থাকায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী নয়ককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।