২৯ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ২৮

Admin Published: May 29, 2025, 1:29 pm
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ২৮

ডিএনএন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ  হামলায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক। বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।


প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের লাগাতার হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৮৪ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা শুরুর ৬০০তম দিনে এ তথ্য জানায় তারা।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দেড় বছরের বেশি সময় ধরে চলা এই অভিযানে নিহত হয়েছেন মোট ৫৩ হাজার ৯৭৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন ফিলিস্তিনি। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।


চলমান সহিংসতায় আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও, তা স্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে আইডিএফ। 


আড়াই মাসে আরও ৩,৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার।


হামাসের হাতে আটক থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সামরিক অভিযান চালিয়েই তাদের মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে আইডিএফ।