২৪ আশ্বিন, ১৪৩২
০৯ অক্টোবর, ২০২৫

রাজশাহীতে ৫৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলো জেলা পুলিশ

Admin Published: September 24, 2025, 7:24 pm
রাজশাহীতে ৫৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলো জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর জেলার বিভিন্ন থানায় উদ্ধার করা ৫৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরিফুল ইসলাম উদ্ধার করা মোবাইল ফোন ফিরিয়ে দেন।

এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, জেলার ৮ টি থানায় ফোন হারানো ৫৩ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করেন।

৫৩ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৮ টি, স্যামস্যাং ৬ টি, শাওমি ১১ টি, রিয়েলমি ৭ টি, ইনফিনিক্স ৩ টি, আইটেল ২ টি, টেকনো ৩ টি, ওপ্পো ৭ টি , ওয়ালটন ১ টি, সেম্ফনি ৩ টি ও টিসিএল ব্র্যান্ডের ২টি।

তাছাড়া বিকাশে খোয়া যাওয়া ১১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, প্রকৃত মালিকের কাছে উদ্ধার করা ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।

এদিকে হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকরা আনন্দ প্রকাশ করেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের কৃতজ্ঞতা প্রকাশ করেন।