২৪ আশ্বিন, ১৪৩২
০৯ অক্টোবর, ২০২৫

রাজশাহীতে ব্যবসায়ীকে জখম করে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

Admin Published: September 16, 2025, 6:48 pm
রাজশাহীতে ব্যবসায়ীকে জখম করে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দিনের বেলা প্রকাশ্যে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে জখম করে দুই লাখ ৪০ হাজার টাকা ও মোটরসাইকেল লুট করেছে করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার দুপুরের এ ঘটনায় জখম ব্যবসায়ীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীর নাম মো. চাঁদ। তিনি নগরীর বোয়ালিয়া মথুরডাঙ্গা (শিল্পীপাড়া) এলাকার বাসিন্দা। তিনি শাহমখদুম এলাকার সিমেন্ট ও হার্ডওয়্যার ব্যবসায়ী।

হাসপাতালে চিকিৎসাধিন চাঁদ জানান, বেলা ২ টার দিকে তিনি ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে বহরমপুর এলাকায় যাচ্ছিলেন। পথে নিমতলা পেঁয়াজির মোড়ে পৌছলে কয়েকজন যুবক তাকে সিগন্যাল দিয়ে দাঁড় করায়। তিনি স্বাভাবিকভাবে মোটরসাইকেল থামিয়ে দেন। এসময় মোটরসাইকেলের চাবি নিয়ে টানা হেচড়া শুরু করে। এ অবস্থায় পেছন থেকে একজন বাঁশের লাঠি দিয়ে তার ওপর আঘাত করে। এতে তিনি পড়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। 

ভুক্তভোগী চাঁদ জানান, হামলাকারীদের মধ্যে একজন হসিবুলের ছেলে সরুজ। বাকীদের তাৎক্ষনিক তিনি চিনতে পারেন নি। তারা মোটরসাইকেল ও তার কাছে থাকা দুই লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী নগর পুলিশের রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান জানান, টাকা লেনদেনের বিষয় নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। একজন হাসপাতালে চিকিৎসাধিন। তিনি জানান, থানায় এখনো কেউ অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ-খবর রাখছে। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।