
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, ডলার (৪২) ও কবির হোসেন লিজন (২৭)। এদের মধ্যে ডলার আওয়ামীলীগ কর্মী ও মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মৃত মোহাম্মদ চাঁদের ছেলে। এছাড়া কবির ছাত্রলীগের কর্মী ও নগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকার খোরশেদ আলীর ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ জানায়, গত ২৫ ঘণ্টায় মহানগর পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।#