
স্টাফ রিপোর্টার : এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া রাজশাহীর সাগরপাড়ায় অবস্থিত এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি অফিস পরিদর্শন করেছেন।
রবিবার তিনি পরিদর্শনে আসলে এসিডি’র নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি তথ্যসমৃদ্ধ সচিত্র প্রতিবেদন পাওয়ার পয়েন্টে উপস্থাপনার মাধ্যমে প্রদর্শন করা হয়। প্রতিবেদনে এসিডি’র দীর্ঘদিনের উন্নয়নমূলক কর্মকান্ড নারী ও শিশু সুরক্ষা কার্যক্রম, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন অভিযোজনে করণীয়সহ সামাজিক উন্নয়নে অবদান তুলে ধরা হয়। পরে মহাপরিচালক এসিডি পরিচালিত শেল্টার হোম পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত শিশুদের সঙ্গে কথা বলেন।
এসময় তিনি বলেন, “সরকারের উনয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি কার্যক্রমের পাশপাশি এনজিওগুলোর উন্নয়নমূলক উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আশ্বস্ত করে বলেন, সরকার এবং এনজিও উভয়ের যৌথ প্রচেষ্টায় তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরিদর্শনকালে এসিডি’র সিনিয়র ম্যানেজমেন্ট পর্ষদের সদস্য ও অন্যান্য পরিচালিত প্রকল্পের কর্মীরা উপস্থিত ছিলেন। মহাপরিচালক দাউদ মিয়া সংস্থাটির প্রশংসা করে বলেন, এসিডি দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে যে অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তারা সরকারের উন্নয়ন প্রচেষ্টার সহযাত্রী হয়ে কাজ করবে বলে আমি আশা প্রকাশ করেন, প্রকল্পে লক্ষ্যিত জনগোষ্ঠী বাছাইসহ কাজের মাধ্যমে গুনগত দিক তুলে ধরতে পরামর্শ প্রদান করেন।