
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কবিদের কণ্ঠে উচ্চারিত হলো তিমিরবিনাশী পঙক্তিমালা। শিল্পসাহিত্যের কাগজ নদী-এর আয়োজনে ‘অন্ধকার অন্তহীন নয়’ শীর্ষক অনুষ্ঠানে ছিল কবিকণ্ঠে কবিতাপাঠ, আলাপ ও আড্ডা। শুক্রবার নগরের বাটার মোড়ে বইবিপণি নির্বাচিততে বিকেল ৫টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও কবি আশফাকুল আশেকীন। কবি শামীম হোসেনের সঞ্চালনায় কবিতাপাঠ করেন, হাসিবুল ইসলাম, সিরাজুদ্দৌলাহ বাহার, মাহবুবুর রহমান বাদশাহ, মোস্তফা তারিকুল আহসান, কামরুল বাহার আরিফ, রফিক জিবরান, তুলি রহমান, শফিক আজিজ, শামীমা নাইস, মাহী ফ্লোরা, বর্ষা জহীন, দিপালী রাণী সরকার, যোবারের শাওন, কাবেরী সাহা, আসমা ঊষা, নাদিম সিনা, ফারজানা ফারিন, জাকির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে ছড়াপাঠ করেন হাসনাত আমজাদ, মাসুম আওয়াল, এসএম তিতুমীর। জীবনানন্দ দাশ ও কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন মনিরা উর্মি ও শামীমা ডেইজি লিপি।নিজের লেখালেখি নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন গল্পকার সুবন্ত যায়েদ ও অর্ণব পাল সন্তু।
অনুষ্ঠানের শুরুতেই ঢাকার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন কবি ও লেখকরা।