
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেল বাবুকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের ললিতাহার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নেশাজাতীয় ৬৬ পিস ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ করা হয়। আসামি সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু নগরীর ললিতাহার ভাটাপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
র্যাব জানায়, সোহেল ওরফে বাবুল কুখ্যাত মাদক কারবারী, মাদক সেবনকারী ও অস্ত্র কারবারী। ২০২২ সালে সে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনকালে গ্রেফতার হয়েছিলো। এ মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল আদালতে অস্ত্র আইনে তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এরপর থেকে সে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে। তবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়েরের পর নগরীর তাকে নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।