২৪ আশ্বিন, ১৪৩২
০৯ অক্টোবর, ২০২৫

রাসিকের সাবেক কাউন্সিলর পচাসহ গ্রেফতার ১৬

Admin Published: September 23, 2025, 1:56 pm
রাসিকের সাবেক কাউন্সিলর পচাসহ গ্রেফতার ১৬
স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম পচাকে (৪৮) গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধে আরো ১৫ জনকে গ্রেফতার কার হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়,গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্নস্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৫ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেফতার আসামী রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম পচা (৪৮)। তিনি মহনগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।