৪ চৈত্র, ১৪৩১
১৮ মার্চ, ২০২৫

রাজশাহীতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Admin Published: February 18, 2025, 1:06 am
রাজশাহীতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপেোর্টার : রাজশাহীতে ট্রাকে করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দড়িখরবনা কার্যালয় থেকে শুরু হয়ে ট্রাক শোভাযাত্রাটি রাজশাহী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 


ছাত্র অধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি মোরশেদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আল-আমীন বাদশা অপূ্র্বের সঞ্চালনায় অনুষ্ঠানে, ছাত্র অধিকার পরিষদের নেতারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ফাহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি মাসুম ইসলাম, সাংগাঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক তাহমিদ জ্যাকিসহ ছাত্র-যুব-গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।