২৪ আশ্বিন, ১৪৩২
০৯ অক্টোবর, ২০২৫

শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ ও শিশু সুরক্ষা নিয়ে গবেষণার প্রতিবেদন উপস্থাপন

Admin Published: October 7, 2025, 8:37 pm
শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ ও শিশু সুরক্ষা নিয়ে গবেষণার প্রতিবেদন উপস্থাপন

স্টাফ রিপোর্টার : শিশু নেতাদের জন্য এসিডির আয়োজনে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ ও শিশু সুরক্ষা নিয়ে শিশুদের নেতৃত্বে পরিচালিত গবেষণার প্রতিবেদন শেয়ারিং এর উপর এক সভা অনুষ্ঠিত হয়। শেয়ারিং প্রোগ্রাম ফর রিসার্চ উইথ চিলড্রেন শীর্ষক সভাটি  চিলড্রেন নো বেটার প্রজেক্ট-মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ুইমপ্রুভিং ইফেকটিভনেস অব চিলড্রেন এর অর্ন্তভুক্ত । শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে শিশুদের কন্ঠস্বর দৃঢ় ও সুস্পষ্টভাবে তুলে ধরতে এই গবেষণার রিপোর্ট অ্যাডভোকেসিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক কর্তৃপক্ষ। গবেষণা প্রতিবেদনটি শিশুরা ভালোভাবে পর্যালোচনার মাধ্যমে তাদের মাঠ পর্যায় থেকে আনা তথ্যর সাথে কতটা মিল আছে তা যাচাই করা লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। 

চিলড্রেন নো বেটার- শিরোনামে প্রকল্পটি এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভলপমেন্ট ( এসিডি) বাস্তবায়িত অ্যাকপেট ইন্টারন্যাশনাল।  এর সহায়তায় রাজশাহীতে শিশুদের জন্য একটি সম্মৃদ্ধ ভবিষ্যত ও যৌন শোষণ রোধে কার্যকর ভূমিকা রাখছে। 

সভাটি সূজনশীল কার্যক্রম ও বিভিন্ন সেশনের মাধ্যমে পরিচালিত হয়। দলীয় কাজ, রোল প্লে, ডেমো সেশনের মাধ্যমে চাইল্ড লিডাররা অ্যাডভোকেসি বার্তা তৈরি সম্পর্কে সুষ্পষ্ট ধারণা লাভ করে। রাজশাহী জেলার মোহনপুর উপজেলা, গোদাগাড়ি উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ জন শিশু এই প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।  প্রকল্প সম্বয়কারী মো. আলী আহমেদ, প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার কর্মশালার কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

চিলড্রেন নো বেটার প্রকল্পটি একটি শিশু নেতৃত্বাধীন উদ্যোগ, যার উদ্দেশ্য  শিশুদের ক্ষমতায়ন করা, যাতে তারা যৌন শোষণের চ্যালেঞ্জগুলো সনাক্ত করতে পারে এবং সমাধান বের করতে পারে। সহপাঠী থেকে সহপাঠী গবেষণা ও গল্প বলার মাধ্যমে শিশুরা যৌন শোষণ থেকে সুরক্ষা ও অংশগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেছে।